Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
About Dengue Fever
Details

১. এডিস মশার উৎস ধ্বংস করতে হবে। 

২. শিশুদের দিনে ও রাতে মশারির ভেতরে রাখতে হবে। বিশেষ করে নবজাতক শিশুকে সার্বক্ষণিক মশারির ভেতরে রাখা জরুরি। 

শরীরে লালচে র‍্যাশ দেখা দিতে পারে।

লক্ষণসমুহঃ

> জ্বর অথবা তীব্র জ্বর

> মাথাব্যথা, শরীর ব্যথা, পেটে ব্যথা হতে পারে।

> হতে পারে পানি শূন্যতা এবং পাতলা পায়খানাও।

> চোখ লাল হয়ে যাওয়া, কাশি বা শ্বাসকষ্ট হওয়া।

> পরিস্থিতি গুরুতর হলে শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে। যেমন রক্তবমি, পায়খানার সাথে রক্ত যাওয়া ইত্যাদি।

Images
Attachments
Publish Date
02/11/2023
Archieve Date
30/11/2030